ইসরায়েলি আগ্রাসন বন্ধে আরব নেতাদের জরুরি বৈঠকের আহ্বান
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি আগ্রাসন বন্ধে আরব নেতাদের জরুরি বৈঠকের আহ্বান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা বন্ধে আলোচনার জন্য নিউইয়র্কে আরব নেতাদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। আল-সুদানী এক বিবৃতিতে বলেছেন, লেবাননে আমাদের ভ্রাতিপ্রতীম শান্তিপূর্ণ জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আরব প্রতিনিধিদলের নেতাদের (নিউইয়র্কে) একটি জরুরি বৈঠক ডাকার জন্য আহ্বান জানাচ্ছি। খবর আনাদোলুর। তিনি ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক আচরণ বন্ধ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাক লেবাননে বিমান ও স্থল পথে বিশেষ করে হাসপাতালে মানবিক সহায়তা পৌঁছে দেয়ারও আহ্বান জানাচ্ছি। ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। গত সোমবার পর্যন্ত লেবাননের ১৪০০ স্থানে ইসরায়েলি বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৪৯২ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৬৪৫ জন। ইসরায়েলের বর্বর হামলায় লেবাননের হাজার হাজার বেসামরিক মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয়েছে। ইসরায়েলি হামলায় শুধু গাজায় প্রাণ হারিয়েছে ৪১ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি।