ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত তিন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা এবং সদর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত ছয়জন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান এবং বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির। গতকাল মঙ্গলবার ভূললি নদীতে গোসল করার সময় বজ্রপাতে দুজনে মৃত্যু হয় এবং অন্যজন গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলায় আহত হন তিনজন এবং বালিয়াডাঙ্গী উপজেলা আহত হন তিনজন। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী লাউথুতি গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৫) ও একই এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম (১৬)। অন্যজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)। স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার বিকালে বৃষ্টির সময় ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী লাউথুতি গ্রামে বাড়ির পাশে ভূল্লী নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে মনির হোসেন ও আরিফুল ইসলাম মারা যান।