ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল হাওয়া, আসামি এমডিসহ ৬

বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল হাওয়া, আসামি এমডিসহ ৬

বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার তামার ক্যাবল গোপনে বিক্রি ও আত্মসাতের অভিযোগে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের (সিপিজিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিদর্শক মো. আহসানুল কবীর পলাশ বাদী মামলা দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন, সিপিজিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম, সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক মো. ইকবাল হোসেন, কর্মচারী নিজাম উদ্দিন ও মো. সেলিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত