বেশি দামে ইলিশ বিক্রি করায় ৪২ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বেশি দামে ইলিশ মাছ বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারের পাঁচ আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমানের নেতৃত্বে এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের ভবিষ্যতে ইলিশ মাছ ক্রয় এবং বিক্রিতে পাকা ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়। অন্যদিকে, যাত্রাবাড়ীর ইলিশের আড়ত ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বাজারে ২০০-এর বেশি ব্যবসায়ী দেড় কেজি সাইজের ইলিশ ১৮০০ টাকা, এক কেজি সাইজের ইলিশ ১৬০০ টাকা।