চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে চবি নবনিযুক্ত উপচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের নবনিযুক্ত ডিনরা, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা, শিক্ষক সমিতির নেতারা, বরিষ্ঠ শিক্ষকরা, রেজিস্ট্রার, হলসমূহের প্রভোস্টরা ও আবাসিক শিক্ষকরা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকরা, প্রক্টর ও সহকারী প্রক্টররা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য তার বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা, স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানান। মাননীয় উপাচার্য বলেন, নতুন বাংলাদেশ বির্নিমাণে শিক্ষাসহ সব ক্ষেত্রে গঠনমূলক সংস্কার করার অভূতপূর্ব সুযোগ এসেছে। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে যোগ্য গ্র্যাজুয়েট তৈরির অন্যতম কারখানা, নেতা তৈরির ফ্যাক্টরি নয়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও আদর্শিক গুণাবলীসম্পন্ন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে ভূমিকা রাখতে হবে।’ তিনি আরো বলেন, শিক্ষার্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা। তাই বর্তমান প্রশাসন একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় হলসমূহের কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিগগিরই বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে শ্রেণি কক্ষে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনায় সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। উপ-উপাচার্যদ্বয় উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তারা বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।