ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্রী শ্রী গোবিন্দ জিওর মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে। বিষয়টা নিশ্চিত করেছে গৌরীপুর থানা পুলিশ। পূজা উদযাপন কমিটি সূত্রে জানান, গোবিন্দ জিওর মন্দিরে মূলত কীর্তন হয়। এ মন্দিরের জন্য প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে প্রতিমায় রঙের কাজ চলমান। এ অবস্থায় আনুমানিক ভোর ৪টার দিকে ইয়াসিন নামের এক ব্যাক্তি তিনটি প্রতিমা ভাঙচুর করে। পরে সে কালি মূর্তিটি তার কাঁধে করে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী একজন তাকে আটক করেন। এদিকে মন্দিরের বর্তমান সাধারণ সম্পাদক স্বপন এষ এ সম্পর্কে বলেন, আমরা গৌরীপুরের মানুষ শান্তিপ্রিয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করতে চাই। আমাদের সর্ববৃহৎ পূজোর জন্য নির্মিত প্রতিমা ভাঙচুরের সুষ্ঠু তদন্ত করতে হবে। হামলাকারীর পেছনে যারা ইন্ধনদাতা আছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। এ ছাড়া মন্দির কমিটির বর্তমান সভাপতি রঞ্জিত সাহা বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে একটি গোষ্ঠী মন্দিরে হামলা করে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পায়তারা করছে।