ইসলামিক শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই

মামুনুল হক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)

ইসলামিক শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হক। গতকাল কিশোরগঞ্জ জেলা শহরের আজিম উদ্দিন স্কুল মাঠে জেলা খেলাফতে মজলিস কর্তৃক আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, হিন্দুত্ববাদ উৎখাত হওয়ার পর কেউ যদি চিন্তা করেন আমার এই সোনার বাংলাদেশ, শাহজালাল, শাহ মাজুম খানজাহান আলীর বাংলাদেশে নাস্তিক্যবাদ প্রচার করবেন, নাস্তিক্যবাদ আমদানি করবেন, আপনাদের সঙ্গেও ময়দানে লড়াই হবে। আমরা এটা বরদাস করে নেব না। আমার আগামী প্রজন্ম, আমার সন্তানেরা রাষ্ট্রীয় খরচে আমাদের স্কুলগুলোতে পড়ালেখা করবে তাদের পাঠ্যসূচি, তাদের পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য ওই সমকামিতার প্রবর্তনকারী কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফাসহ ওই পাশ্চাত্যের বেহায়া বেলাল্লা এজেন্ট দেরকে আমরা শিক্ষা কমিশনে দেখতে চাই না। আমরা ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই। তিনি আরো বলেন, এনজিওদেরকে বলি অর্থনীতির সেক্টরে কাজ করবেন ভালো কথা। ধর্মীয় অঙ্গনে যদি কেউ হাত তুলতে চান সেই হাত আমরা ভেঙে গুড়িয়ে দিব। হাসিনা চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে বাংলাদেশে।