রিমান্ড শেষে কারাগারে গোলাম দস্তগীর গাজী

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে পঞ্চম দফায় সিদ্ধিরগঞ্জ থানার দুই মলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। গতকাল রোববার বিকালে দুই হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত শুনানি শেষে কারাগারে পাঠান। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, গত ২২ সেপ্টেম্বর পৃথক চার হত্যা মামলায় আটদিনের রিমান্ড শেষে অন্য দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। সেই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।