ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মাজার ও দরগায় হামলাকারীরা

মুসলমানদের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে চায়

ইসলামী গণতান্ত্রিক পার্টি
মুসলমানদের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে চায়

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান গতকাল রোববার এক বিবৃতিতে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অলি আউলিয়াদের মাজার ও দরগায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে। আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানিয়ে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম শুরু করে দেশে আইনের শাসন ও প্রকৃত গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত কাজ শুরু করেছেন তখন একটি কুচক্রী স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অলি আউলিয়াদের মাজার ও দরগায় হামলা ও ভাঙচুর করে দেশের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টির চক্রান্তে লিপ্ত হয়ে সরকারকে বিব্রত ও মুসলমানদের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বিবৃতিতে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, সম্প্রতি দেশের যেসব মাজার ও দরগায় হামলা ও ভাঙচুর করা হয়েছে সেসব মাজার ও দরগার কোনো কোনোটির সাথে জড়িয়ে রয়েছে এদেশে ইসলাম প্রচার ও প্রসারের ইতিহাস। সিলেটের ঐতিহ্যবাহী শাহ পরাণের মাজার ও দুর্বৃত্তদের এ হামলা থেকে রেহাই পায়নি। অথচ হযরত শাহ পরান এ দেশের মুসলিম ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। হযরত শাহ জালালের নেতৃত্বে সিলেট বিজয়ে তিনি ছিলেন সম্মুখ সারির সৈনিক। এ ভূখণ্ডে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান রাখা ৩৬০ আউলিয়ার একজন ছিলেন হযরত শাহ পরাণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত