ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় প্রকৃত সংসদীয় শাসনব্যবস্থা চাই

ইসলামী গণতান্ত্রিক পার্টি
প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় প্রকৃত সংসদীয় শাসনব্যবস্থা চাই

প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা কমিয়ে আনা, একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং দলের সভাপতি ও সংসদ নেতা একই লোক হতে পারবে না মর্মে প্রয়োজনীয় সংস্কার ও আইন প্রণয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সর্বময় ক্ষমতা থাকায় এই অবিসংবাদিত একক ক্ষমতা নিশ্চিতভাবে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সমাজ কাঠামো নির্মাণে প্রতিবন্ধক।

প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ, সংসদ সদস্যদের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং একই সাথে দলীয় প্রধান হবার কারণে এর আগে ক্ষমতাসীন দুটি দলের প্রধানমন্ত্রীই সর্বময় কর্তৃত্ববাদী একনায়ক হয়ে উঠেছিলেন। যার ফলে দেশে সংসদীয় পদ্ধতির নয়, কার্যত: প্রধানমন্ত্রী শাসিত সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পথে অন্তরায়।

গতকাল বুধবার বিকালে রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির সম্পাদক মণ্ডলীর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান আরো বলেন, অগণতান্ত্রিক ও অপশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাই এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ গ্রহণসহ জনগণের সব প্রত্যাশা পূরণ করে একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ জনগণকে উপহার দিতে সফল হবেন।সভায় আরো বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মো: ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, মো: হাবিবুর রহমান, জগদীশ সরকার, মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত