ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বহুমুখী হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক কেএম ইউনুছ রবিনকে অনিয়মের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসানোর অভিযোগ উঠেছে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠছে ওই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকম-লী। ওই শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে ওই শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রিপেনের চাচাতো ভাই এবং তিনি ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। সে সময় ক্ষমতার দাপটে আদালতের আদেশ উপেক্ষা করে তাকে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়। এ নিয়োগের প্রতিবাদে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে বিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ২৫ সেপ্টেম্বর প্রধান শিক্ষক মনিরুজ্জামান পদত্যাগ করেন। এর আগে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিপুল টাকা দুর্নীতির অভিযোগ করেন শিক্ষক-কর্মচারীরা। তার পদত্যাগের পর ২৬ সেপ্টেম্বর সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।