মণিপুরে সহিংসতায় নিহত তিন আহত ৪০
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
মণিপুরের উখরুল জেলার হুনফুন ও হাংপাং গ্রামের বাসিন্দাদের মধ্যে গুলি বিনিময়ে তিনজন নিহত এবং চল্লিশেরও বেশি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে। স্থানীয় লোকজন জানান, গ্রামের মধ্যে সীমানা বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। গ্রামবাসীর মধ্যে গুলি বিনিময় চলে সন্ধ্যা পর্যন্ত। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৬ষ্ঠ মণিপুর রাইফেলসের একজন কর্মী রয়েছেন। যিনি ওয়ারিনমি থুমরা নামে পরিচিত। আহত গ্রামবাসীদের উখরুল ও ইম্ফলের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উখরুল জেলায় গতকাল বিকেল থেকে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধ করে দেয় রাজ্য সরকার। উখরুলে পরিস্থিতি স্বাভাবিক করতে আধাসামরিক বাহিনীসহ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে, উখরুল এবং কামজং জেলার তিনজন বিধায়ক একটি যৌথ প্রেস বিবৃতিতে উভয় যুদ্ধরত গোষ্ঠীকে সংযম ও শান্তির আবেদন জানিয়েছেন। চার্চ সংস্থা এবং নাগা নাগরিক সমাজ সংস্থাগুলোও উভয় গ্রুপকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য আবেদন করেছে।