ইসরায়েলি হামলার রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
লেবাননে ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে দেশটির চলমান গণহত্যার রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী এই দাবি জানান। মাওলানা হামিদীর নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল-হাদী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, মহানগর অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমাদ, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা তানজীল হাসান, প্রমুখ।