বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি আহ্বায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেন, ১৭ বছর আন্দোলন করেছিলাম ভোটাধিকার আদায়ের জন্য। এ আন্দোলনে ৪২২ জন বিএনপি নেতাকর্মী এবং ছাত্র ১৩৫ জন আন্দোলনে নিহত হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো এ আন্দোলন সফল হয়নি। আমাদের ভুলের কারণে এ আন্দোলন নষ্ট করা যাবে না। এ সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
গতকাল শনিবার নরসিংদীর মাধবদী হেরিটেস রিসোর্সে শহীদ পরিবার ও আহতদের এ আর্থিক অনুদান দেয়া হয়।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোমেন সরকারের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, ড্রিম হলিডে পার্কের মালিক প্রবির কুমার সাহা, হেলাল উদ্দিনসহ প্রমুখ।