বি. চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ

ইসলামী গণতান্ত্রিক পার্টির

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি, বিকল্প ধারা বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি লায়ন এমএ আউয়াল ও মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান। আজ শোক জানিয়ে এক বিবৃতিতে তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী ছিলেন একজন সজ্জন ব্যক্তি, দেশপ্রেমিক রাজনীতিবিদ ও দেশের শীর্ষ স্থানীয় চিকিৎসাবিদ। তার ইন্তেকালে জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

নেজামে ইসলাম বাংলাদেশ সভাপতির যোগদান : নেজামে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত আলেম মুফতি আহসান উল্লাহ সালামী গতকাল সকালে ধানমন্ডি কলাবাগানস্থ ইসলামী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান, সাবেক এমপি, লায়ন এমএ আউয়ালের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে ইসলামী গণতান্ত্রিক পার্টিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে দলের মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি লায়ন এমএ আউয়াল দলে যোগদানকারী নেতা মুফতি আহসান উল্লাহ সালামীকে স্বাগত জানিয়ে দলকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আশা করবো প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে বর্তমান সরকার সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার জাতিকে উপহার দিবেন।

যোগদান অনুষ্ঠানে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান তার বক্তব্যে মুফতি আহসান উল্লাহ সালামীকে স্বাগত জানান। তিনি আরো বলেন, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এখনো অব্যাহত থাকায় দেশের মধ্যবিত্ত ও খেটে খাওয়া গরিব মেহনতী মানুষ আজ দিশাহারা হয়ে আহাজারি করছে। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এই দিকেও দৃষ্টি দেয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।