আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কার পাচ্ছে মেহেরপুরের সাদাত
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ওয়াজেদুল হক, মেহেরপুর
মেহেরপুরের ১৫ বছর বয়সী কিশোর শাহী আল সাদাত। ২০২৪ সালের নেদারল্যান্ডস ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই পুরস্কারকে প্রায়ই ‘শিশুদের নোবেল পুরস্কার’ বলা হয়। মেহেরপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে মনোনয়ন দেয়া সাদাত-এর ডিজিটাল নিরাপত্তা এবং শিশু সুরক্ষায় তার অবদানের কথা তুলে ধরা হয়েছে।
‘স্টার্টআপ সাইবার’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা শাহী আল সাদাত। সংগঠনটি শিশুদের অনলাইন নিরাপত্তার জন্য কাজ করে আসছে। সে মেহেরপুর জেলায় শিশুদের হয়রানি এবং বুলিং প্রতিরোধী একটি কমিটি গঠন করেছে। তার সাম্প্রতিক উদ্যোগ ‘কিডস হেল্পলিংক’ স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করে হয়রানির শিকারদের আইনী সহায়তা ও পরামর্শ প্রদান করা। সাদাত এরই মধ্যে ৪৪ জন শিক্ষার্থীকে সরাসরি সহায়তা করেছে। ২০ হাজারের মতো মানুষকে সচেতন করাসহ ৫১ জনকে আইনী পরামর্শ প্রদান করেছে।
সাদাতের ভাষায়- আমাদের শিশুদের বুলিং, হয়রানি এবং অপরাধ থেকে রক্ষা করার মাধ্যমে আমরা কেবল তাদের আজকের দিনটিকে সুরক্ষিত করছি না- বরং একটি ঘৃণাহীন ভবিষ্যত নির্মাণ করছি।
শিশু সুরক্ষা এবং শিক্ষার প্রতি তার অঙ্গীকার বাংলাদেশে অনেক শিশুর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এসব কর্মকান্ড তাকে নেদারল্যান্ডস ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন থেকে এই অসাধারণ মনোনয়ন এনে দিয়েছে।
শাহী আল সাদাত এখন স্টার্টআপ সাইবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে স্বীকৃত এবং তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের ক্ষেত্রে তার বিশেষজ্ঞতার জন্যও সম্মানিত। অনলাইন নিরাপত্তার প্রবক্তা হওয়ার পাশাপাশি, সে ডিজিটাল নিরাপত্তা এবং প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে দুইটি প্রভাবশালী বই লিখেছে ‘দ্য কোয়ান্টাম এনিগমা’ এবং ‘সাইবার সেন্টিনেল।’ একজন লেখক এবং কনিষ্ঠ প্রোগ্রামার হিসেবে শাদাত শিক্ষা এবং ব্যবহারিক প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। তার কাজ ও অর্জন সম্পর্কে জানাতে একটি ব্যক্তিগত ওয়েবসাইট (shahialsadat.com) পরিচালনা করছে। এ ছাড়াও স্টার্টআপ সাইবারের অফিসিয়াল ওয়েবসাইট (Startup Cyber) শিশুদের নিরাপত্তা নিয়ে তাদের উদ্যোগ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শাহী আল সাদাতের সামাজিক উদ্যোক্তা এবং শিশু অধিকারকর্মী হিসেবে যাত্রা অব্যাহত রয়েছে এবং শিশুদের অনলাইন নিরাপত্তা বৃদ্ধির কাজে তার উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে।
মেহেরপুর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকুল ইসলাম ও মোছা. সুরাইয়া আক্তার দম্পত্তির ঘরে ২০০৯ সালের ২২ মার্চ জন্ম নেয় শাহী আল সাদাত। সে একজন শিশু অধিকারকর্মী এবং ‘স্টার্টআপ সাইবার’-এর প্রতিষ্ঠাতা। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহী অত্যন্ত সংবেদনশীল ও বিনয়ী কিশোর। সে সবসময় তার নিজের এবং তার সহপাঠীদের অধিকারের ব্যাপারে সচেতন। শিশুদের প্রতি তার ভালোবাসা এবং অনলাইন হয়রানি ও বুলিং থেকে রক্ষা করার প্রবল ইচ্ছাই তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, তাদের স্কুলের দশম শ্রেণির একজন মেধাবি ছাত্র শাহী আল সাদাত। শিশু কিশোরদের নিয়ে তার কর্মকান্ড দেশে ও বিদেশে ব্যাপক প্রসংশা অর্জন করেছে। শিশুদের হয়রানি ও বুলিং প্রতিরোধে তার উদ্যোগ প্রসংশনীয়।
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, সাহি আল সাদাত একজন মেধাবী ছাত্র। শিশুদের হয়রানি এবং বুলিং প্রতিরোধে শাহীর নেয়া প্রসংশিত উদ্যোগ এখন বিদেশের পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে। তাকে নেদারল্যান্ডস ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করায় আমরা গর্বিত। এটা একটি বড় অর্জন। এসব মেধাবি কিশোররাই আগামীর দেশ গড়ার কারিগর হয়ে উঠবে।