বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) প্রকল্প পরিচালক রঞ্জন কুমার গুহসহ আট কর্মকর্তার বিরুদ্ধে সিণ্ডিকেট করে নিয়োগ বাণিজ্যসহ নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বার্ড’র মহাপরিচালক (ডিজি) বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন বার্ড মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন- বার্ড’র পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ, যুগ্ম পরিচালক (প্রশাসন) বেনজীর আহমেদ ও আবু তালেব, যুগ্ম-পরিচালক (গবেষণা) আব্দুল্লাহ আল-হুসাইন, উপ-পরিচালক (প্রশাসন) অসীম কুমার সরকার, উপ-পরিচালক কামরুল হাসান, সহকারী পরিচালক (গ্রন্থাগার) ওবায়দুল্লাহ সরদার ও সহকারী পরিচালক (প্রশাসন) আশিক সরকার লিফাত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের লিখিত অভিযোগে উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবিধানমালা লংঘন, সিন্ডিকেট গঠন করে নিয়োগ বাণিজ্য, বার্ড আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতিসহ নানান অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাতিজা পরিচয়দানকারী যুগ্ম-পরিচালক (গবেষণা) আব্দুল্লাহ আল-হুসাইনের বিরুদ্ধে বার্ড থেকে আর্থিক ও নানান সুবিধাগ্রহণসহ বিভিন্ন অনৈতিক অভিযোগ তুলে ধরা হয়। এ ছাড়া বেনজীর আহমেদের বিরুদ্ধে দীর্ঘসময় প্রশাসনে থেকে ইচ্ছেমতো অফিস চালানোর সিন্ডিকেটের লোকদের ভালো জায়গায় পোষ্টিং, আবু তালেবের বিরুদ্ধে স্বজনপ্রীতি, অসীম কুমারের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সরকারি শিক্ষাভ্রমণসহ বার্ড হোস্টেল, ক্যাফেটরিয়া স্বেচ্ছাচারীভাবে নিয়ন্ত্রণের অভিযোগ করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়, রঞ্জন কুমার গুহের বিরুদ্ধে প্রকল্পের আওতায় বার্ডের সেবাসমূহ ডিজিটালাইজেশনের জন্য কোটি টাকার বেশি বরাদ্দ থাকলেও অযোগ্য, অদক্ষ ও অখ্যাত ঠিকাদারদের কাজ দেয়ায় শতকরা ২০ ভাগ সেবাও ডিজিটাল হয়নি। এ ছাড়াও অন্যান্যদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। গতকাল সোমবার দুপুরে বার্ড মহাপরিচালকের সাথে সাক্ষাৎ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শাখাওয়াত হোসেন, মুহিবুর রহমান, মো. হাসান ও তানভীরসহ অন্যান্য শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, উক্ত কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দাখিল করেছি। সম্প্রতি বার্ডের একটি অনুষ্ঠানেও স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ না থাকায় আমরা পুনরায় গতকাল সোমবার বার্ড মহাপরিচালকের সাথে কথা বলেছি। এসব বিষয়ে বার্ড মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ জানান, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য বার্ড এর পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।