বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে দাতা সংস্থা জামার্নীর অর্থায়নে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তনে উচ্চ ঝুঁকিপূর্ণ বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার মানুষের সচেতনতামূলক ও তথ্য সহভাগিতা সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কারিতাসের উপজেলা ম্যানেজার মো. মিজানুর রহমান। সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরে সহভাগগিতা ক্যাম্পেইনে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. হাসান ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মামুনার রশিদ, সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুতাপ সরকার, ফ্রেন্ডশিপের প্রকল্প সমন্বয়কারী আতাউর রহমান, জেজেএসের আব্দুল মালেক, কারিতাসের মনিটরিং অফিসার মিল্টন মণ্ডল প্রমুখ। সভায় কয়রা সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নের দুর্যোগ কবলিত জনগোষ্টির উপকারভোগী নারী পুরুষেরা উপস্থিত ছিলেন।