ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ওয়েলবিং ফর মেকারস প্লাটফর্ম

মেকিং ইঙ্কলুসিভ বিজিনেজ রিজিলিয়েনট শীর্ষক সেমিনার

মেকিং ইঙ্কলুসিভ বিজিনেজ রিজিলিয়েনট শীর্ষক সেমিনার

মেকিং ইঙ্কলুসিভ বিজিনেজ রিজিলিয়েনট শীর্ষক একটি সেমিনার গতকাল সোমবার ঢাকার গুলশান এলাকার অভিজাত এক হোটেলে ওয়েলবিং ফর মেকারস প্লাটফর্ম এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বিভিন্ন সমস্যা বিশেষ করে পিছিয়ে পরা মানুষকে কিভাবে সামনে আনা যায় এবং তাদেরকে মূলধারার অথনৈতিক সেক্টরে সংযুক্ত করা যায় এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে অবদান রাখতে পারে তা নিয়ে মূল প্রবন্দ উপস্থাপন করা হয়। উপস্থিত অথিতিরা তাদের গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ডা. রেজুয়ানা রহমান এবং ইঞ্জিনিয়ার খেন মং নিজ নিজ অবস্থান থেকে তাদের অবদান তুলে ধরেন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাদের অনুপ্রণার উদাহারন উপস্থাপন করেন। তারা উপস্থিত সকল অতিথিদেরকে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে শেষে ইউনাইটেড ইন্টারনেশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট গবেষক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন ডা. রেজুয়ানা রহমানকে স্বাস্থ্য খাতে এবং ইঞ্জিনিয়ার খেন মং কে গার্মেন্টস সেক্টরে শ্রমিকের কল্যাণে টেকনোলজী ব্যবহার করে অবদানের জন্য আয়োজকদের পক্ষ থেকে স্বীকৃতিস্বরুপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন । ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তৃতায় সব অংশগ্রহনকারীকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে অগ্রসর করানো সবার দ্বায়িত্ব এবং তিনি ডা. রেজোয়ানা রহমান ও ইঞ্জিনিয়র খেন মং এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিক ভাবে এগিয়ে নিতে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত