মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষেধ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার খাগকান্দা নৌপুলিশ ফাঁড়িতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নৌ পুলিশের নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি নুরুল আমিন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন, খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জেলেসহ অন্যান্যরা অংশ নেন।