হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তার অভিযোগ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গুমের অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান। গতকাল বুধবার দুপুরে এ অভিযোগ দাখিল করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে তিনি অভিযুক্ত করেছেন। সেনা কর্মকর্তা হয়েও গুমের শিকার হয়েছেন বলে দাবি করেছেন হাসিনুর রহমান। তাও দুই দফায় দেড় বছরের বেশি সময় থাকতে হয়েছে আয়নাঘর নামক ভয়ংকর কালো ঘরে। গুমের কারণ হিসেবে তিনি জানান, ভারতবিরোধী মনোভাব ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করাই কাল হয়েছে তার। এদিকে, জুলাই-আগস্ট গণহত্যায় নিহত-আহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক ভুক্তভোগী। ১৮ জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। ক্ষতিপূরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য নীতি প্রণয়নের কমিটির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তৈরির দাবি তার।