ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের চেক বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের চেক বিতরণ

হিন্দু সম্প্রদায়ের ধর্ম উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও গাজীপুর সিটি কর্পোরেশন তার নিজস্ব তহবিল থেকে নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এএসএম শফিউল আজম।

এ সময় সিটি কর্পোরেশনের সচিব এবিএম এহসানুল মামুন, প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতাদে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

শিব মন্দিরের পূজা কমিটির সভাপতি নারায়ন কুমার দাসের হাতে ৩০,০০০ টাকার চেক তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এএসএম শফিউল আজম। এরপরে কালী মন্দির মাধব মন্দিরসহ সিটি কর্পোরেশনের এরিয়ায় ১০৫টি মন্দিরের সভাপতি ও সেক্রেটারির হাতে ৩০,০০০ টাকা করে নগদ টাকার চেক তুলে দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত