নেত্রকোণার কলমাকান্দায় শ্রী শ্রী দুর্গামায়ের পূজায় অঞ্জলি দিতে গিয়ে বানের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ঋতু তালুকদার (১৮) ও অমিত তালুকদার (৮) নামের দুই শিশু শিক্ষার্থী।
গতকাল শুক্রবার সকালের দিকে ওই উপজেলার সদর ইউনিয়নের হরিনধরা গ্রামের মাস্টারবাড়ি পূজামণ্ডপ এলাকায় এই ঘটনা ঘটে।
ঋতু তালুকদার এই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে এবং কলমাকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী। অমিত তালুকদার একই পরিবারের সদস্য বিপ্লব তালুকদারের ছেলে। সে গ্রামের স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়া-লিখা করতো। সম্পর্কে তারা পিসি-ভাতিজা। কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তালুকদার পরিবারের ছয়জন সদস্য একটি ছোট নৌকায় করে নিকটবর্তি মাস্টারবাড়ির পূজামণ্ডপে অঞ্জলি দেয়ার উদ্ধেশ্যে যাত্রা করেন। পরে কালিবাড়ি খাল পার হওয়ার সময় বানের পানির টানে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঋতু তালুকদার ও অমিত তালুকদার নিখোঁজ হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।