ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নির্বাচনের আগে জনগণকে দুবেলা খেয়ে বাঁচতে দিন

ইসলামী গণতান্ত্রিক পার্টি
নির্বাচনের আগে জনগণকে দুবেলা খেয়ে বাঁচতে দিন

খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত গরীব মানুষের দিশেহারা অবস্থায় এ বিষয়ে রাজনৈতিক দলের নেতারা ও অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতা ও নির্লিপ্ততায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে গত শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আলোচনায় কেবল সংস্কার ও জাতীয় নির্বাচন ইস্যুই প্রাধান্য পায়।দ্রুত নির্বাচন ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে রাজনৈতিক দলগুলো উচ্চকিত ছিল বলে সংবাদ মাধ্যমে এসেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে এটাই যুক্তিসংত ও যথার্থ। তাই রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয় নিয়ে দ্বিমত না করে বলতে চাই যে, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান উত্তর আজকের বাস্তবতায় জাতীয় নির্বাচনের পাশাপাশি খাদ্যসহ নিত্য পণ্য মূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি সহ আরো কিছু প্রসঙ্গ একই সাথে গুরুত্বের সাথে আলোচনার দাবি রাখ্।ে আজ দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় বেচে থাকতে মানুষের নাভিশ্বাস উঠেছে। কিন্তু এ বিষয়ে ক্ষমতা প্রত্যাশি রাজনৈতিক দলগুলোর কোন মাথা ব্যাথা নেই। এখন তারা যত শিগগিরই সম্ভব ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার ও ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি নির্বাচনের আগে দেশের দিশেহারা মানুষ কে দু’বেলা খেয়ে বাঁচতে দিন। বিবৃতিতে এডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, স্বাধীন বাংলাদেশে বিগত অর্ধশতাব্দীর অধিক সময় যাবত ক্ষমতায় থাকা প্রতিটি দলীয় সরকারের দুর্বৃত্তায়ন ও গোষ্ঠী প্রীতির অতীত অভিজ্ঞতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নের সম্ভাবনা বেশি বলেই মানুষের মনে আশাবাদ সৃষ্টি হয়েছে। বিগত আওয়ামী লীগের শাসনামলে সিন্ডিকেটবাজির কারণে দেশে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য বাজারে যাওয়া ছিল দুঃসহ এক অভিজ্ঞতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত