ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রমিকদের অধিকার আদায় করতে হলে দেশে ইসলামিক শাসন কায়েম করতে হবে

অধ্যাপক হারুনুর রশিদ খান
শ্রমিকদের অধিকার আদায় করতে হলে দেশে ইসলামিক শাসন কায়েম করতে হবে

অধ্যাপক হারুন রশিদ খান বলেন, শ্রমিকদের অধিকার আদায় করতে হলে দেশে ইসলামিক শাসন কায়েম করতে হবে। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে অনুষ্ঠিত বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন কেদ্রীয় কমিটির দ্বি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে দেশের শ্রমিক সমাজ বৈষম্যের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, শ্রমিকরা যুগে যুগে নির্ধিত হচ্ছে, অতীতের ন্যায় এখনো সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, বিগত সরকারের আমলে শ্রমিক সংগঠনগুলোর নির্বাচনও করতে দেয়া হয়নি বলে শ্রমিকদের অধিকার ছিল না। এবার নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম বাদলের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মো, তসলিম, কবির আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুল রহমান, কেন্দ্রীয় ও সারাদেশের স্থলবন্দরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত