২৪ ঘণ্টায় তিন জেলায় মৃত্যু ৫
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন নারায়ণগঞ্জের সোহান, সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরে তিনজন নিহত হয় এবং যশোরে কর্মচারীকে গলা কেটে হত্যা করা হয়। গতকাল তিনটি পৃথক ঘটনায় এই মৃত্যুর খবর পাওয়া গেছে।
কিশোর গ্যাংয়ের হাতে খুন সোহান (১৭) নারায়ণগঞ্জ : গত রোববার রাতে নারায়ণগঞ্জের বন্দরে রূপালী বাগান এলাকায় একটি কিশোর গ্যাংয়ের সংঘর্ষে সোহান (১৭) নামে এক কিশোর নিহত হয়। সোহান বন্দরের রূপালী বাগান এলাকার বাসিন্দা এবং সে স্থানীয় যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করত। নিহতের পিতা সালাম মোল্লা জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
সিলিন্ডার বিস্ফোরণে নিহত তিনজন লক্ষ্মীপুর : গত রোববার রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রীন লিপ সিএনজি ফিলিং স্টেশনে মেঘনা ক্ল্যাসিক বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২), এবং সুজন (২৫)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের সিলিন্ডারটি পুরাতন এবং নিম্নমানের ছিল। রিফিল করার সময়ই বাসটি কেঁপে ওঠে এবং সাথে সাথেই বিস্ফোরণ ঘটে।
হত্যাকাণ্ডের পেছনের বিষয়গুলো : নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, এবং যশোরের এসব ঘটনায় স্থানীয় রাজনৈতিক বিরোধ, পুরোনো বিরোধ এবং ব্যক্তিগত আক্রোশের বিষয় উঠে আসছে।
স্থানীয় প্রশাসন এই ঘটনার দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার কথা বললেও এসব ঘটনা থেকে বোঝা যায়, স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।