সাভারে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাভারে নানা আয়োজনে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নে আক্রান উচ্চ বিদ্যালয় মাঠে সাভার উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল আগামী প্রজন্মনে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি। এ সময় সেখানে ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাসা বাড়ি ও অফিসে আগুন লাগলে কিভাবে দ্রত নেভাতে হবে সে বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্তকতা মুলক দিক নির্দেশনা দেয়া হয়। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।