মেঘনায় অবৈধ বালুকাটা বন্ধে যৌথবাহিনীর অভিযান

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা, ফরাজী কান্দা, নলচরসহ কয়েকটি গ্রাম অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ভাঙনের মুখে পরেছে। নলচর এলাকার বারেক ও রবির বলয়ের একটি প্রভাবশালী মহল প্রতিনিয়ত ড্রেজার দিয়ে গ্রামগুলোর কোল ঘেষে বালু উত্তোলন করে আসছে। নানা সময়ে এলাকাবাসী প্রতিবাদ করেও কোনো প্রতিকার পায়নি। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ভোরে গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় দুর্বৃত্তরা দূর থেকে যৌথবাহিনীকে ইটপাটকেল ছুরে প্রতিহত করার চেষ্টা করে পরে ড্রেজার রেখে পালিয়ে গেলে কয়েকটি ড্রেজার আটক করে। দিনভর এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করে। মেঘনা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।