বাংলাদেশি নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিনের ভারতে থাকার রেসিডেন্স পারমিট প্রায় তিন মাস হতে চলল ফুরিয়ে গিয়েছে। তার ভারতে থাকার মেয়াদ ফুরিয়েছে গত ২২ জুলাই। এ নিয়ে বেশ উদ্বিগ্ন তসলিমা নাসরিন। বিষয়টি নিয়ে তিনি ফোনে এবং মেইলে যোগাযোগ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। কিন্তু কোনো জবাব আসেনি। খবর আনন্দবাজার পত্রিকার। তসলিমা বলেন, আমি ২০ বছর এই দেশে রয়েছি, এমনটা কখনো হয়নি। প্রত্যেক বার পারমিটের মেয়াদ ফুরনোর সঙ্গে সঙ্গেই তার পুনর্নরায়ন করা হয়। কিন্তু এবার কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। লেখিকা জানান, তার আমেরিকায় কাজ রয়েছে কিন্তু বারবার তা পিছিয়ে দিতে হচ্ছে। কারণ গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারবেন না। বরাবরই বিতর্কিত লেখার জন্য দেশে-বিদেশে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন তসলিমা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় বহু পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। তবে ভারতে তার ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় তিনি। তার বক্তব্য, এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে থাকতে ভালবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হল দিল্লিতে। এবার আমি কোথায় যাব?