তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত প্রায় অর্ধশত
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত বাংলাদেশ
দেশের তিনি জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়েছে। এর মধ্যে ফরিদপুর সদরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো অন্তত ২৭ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ঢাকার আবদুল্লাহপুর থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছি। নিহতদের সবাই পুরুষ।
মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।