বর্তমান প্রজন্মই হয়ে উঠেছে রাজনীতির নিয়ামক শক্তি
ইসলামী গণতান্ত্রিক পার্টি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই প্রজন্মই হয়ে উঠেছে রাজনীতির নিয়ামক শক্তি। আগামী দিনের রাজনীতিবিদদের এই বাস্তবতা মেনে নিয়েই তরুণদের আশা আকাঙ্ক্ষা, স্বপ্নকে ধারণ করার ক্ষমতা থাকতে হবে। অন্যথায় হারিয়ে যেতে হবে ইতিহাসের কানাগলিতে। আমাদের মনে রাখতে হবে ২০২৪-এর ৫ আগস্ট ভয়ের সব দেয়াল ভেঙে দিয়েছে, নতুন করে সেই দেয়াল আর তোলা যাবে না। গত মঙ্গলবার সকালে ঢাকার মতিঝিলে ইসলামী গণতান্ত্রিক পার্টির ছাত্র ও যুব নেতাদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, ছাত্র-জনতার এই অভ্যুত্থান যে শুধু আওয়ামী লীগ সরকারেরই পতন ঘটিয়েছে এমন নয়, এটা দেশের প্রথাগত রাজনীতিতেও প্রবলভাবে নাড়া দিয়েছে। এই পরিবর্তনের প্রভাব অবশ্যম্ভাবীভাবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন রূপ দিতে বাধ্য করবে। অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, ২০২৪-এর আগস্ট অভ্যুত্থান যদি এদেশে নতুন রাজনৈতিক শক্তির সমাবেশ ঘটায়, তাতে অবাক হবার কিছু থাকবে না। নতুন শক্তির আবির্ভাব কিংবা পুরাতন শক্তির রূপান্তর- যে শক্তিই এদেশে রাজনীতি করবে, তাদের নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাজনীতি করতে হবে। তরুণ সমাজের মনোজাগতিক এই পরিবর্তনকে ধারণ করে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইসলামী গণতান্ত্রিক পার্টিকে শক্তিশালী করার জন্য তিনি উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সভায় আরো বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মো. ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ।