বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার যেসব বিশ্বাসঘাতকের কারণে এখনো হয়নি তাদেরও বিচারের আওতায় আনা হবে।’ গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ‘গণমাধ্যম ও ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কাদের গণি বলেন, ‘যারা ফ্যাসিবাদের দালাল, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। আমরা জুলাই-আগস্ট আন্দোলন ভুলে যাইনি। আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের কীভাবে হত্যা করা হয়েছে, তা সবার জানা।’
তিনি বলেন, ‘আমরা সংবাদমাধ্যম হতে পেরেছি কিন্তু গণমাধ্যম হতে পারিনি। এখন বগলদাবা সাংবাদিক, সম্পাদকের অভাব নেই। তারা আমাদের সাংবাদিকদের মান-মর্যাদা নষ্ট করেছে। বিভিন্ন সুবিধার জন্য তারাই ফ্যাসিবাদীদের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়েছে। একজন সৎ সাংবাদিক কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করে না, কখনো খামের জন্য অপেক্ষা করে না। আজ সময় এসেছে সৎ সাংবাদিকতা ফিরিয়ে আনার। তবে দেশ থেকে ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের মূল এখনো রয়ে গেছে। যদি এটিকে চূড়ান্তভাবে নির্মূল করতে না পারি তাহলে আমাদের লক্ষ্য অর্জন হবে না। কারণ ফ্যাসিবাদকে সুযোগ দেয়া মানে শত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা।