বরাবরের মতো সারা দেশের প্রতিযোগিদের নিয়ে ‘মার্শাল আর্ট বিডি কারাতে প্রতিযোগিতা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার ৮৪টি ইভেন্টে পাঁচ শতাধিক কারাতেকা অংশগ্রহণ করেন। গত শুক্রবার রাজধানীর ধামন্ডিতে সারা দেশ থেকে আগত ২৪টি অংশগ্রহণকারী দল নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে মার্শাল আর্ট বিডি। প্রতিযোগিতার খেলাগুলো একেএফ ও বিকেএফের বিজ্ঞ বিচারকম-লী দ্বারা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে মেডেল আর সার্টিফিকেট তুলেন দেন আমন্ত্রিত অতিথিরা। এসময় মার্শাল আর্ট বিডির প্রতিষ্ঠাতা সেন্সেই নাজমুল সাহাদাত বলেন, আমরা আমাদের জীবনধারা বদলের চিন্তা করি ও চেষ্টা করি। কেউ সফল হতে পারি আবার কেউ পারি না। না পারার প্রধান কারণ হচ্ছে, সঠিক চিন্তাভাবনা এবং তার কৌশলের অভাব। আমাদের জীবনধারা বদলানোর মূল শক্তি হচ্ছে- নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানো, আত্মরক্ষা ও সাহস সঞ্চয় করা, সুশৃংখলার বিকাশ করা, শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়ানো। অনেক ধৈর্য ও সাধনার বৃদ্ধি করা অপরাধমূলক চিন্তা-ভাবনা থেকে দূরে থাকা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি করা। কারাতে আপনার জীবনের এসব বিষয়গুলোর মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে।