‘সাকিবের অবসর পেন্ডিং থেকে গেলো’
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
প্রিয় প্রাঙ্গণ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামেই সাদা পোশাকে শেষ টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে স্কোয়াডেও রেখেছিল বিসিবি। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাকে আসতে মানা করা হয় সরকারের পক্ষ থেকে। দেশের ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটারকে শেষ টেস্ট খেলতে না দেওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের মতে সাকিবকে মিরপুরে বিদায় দেয়া উচিত।
গতকাল সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব ইস্যু নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের পরিকল্পনা ছিল। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় (সাকিব)। শুধু বাংলাদেশের বলবো না। খুবই দুর্ভাগ্যজনক যে কোনও একটা কারণে হলো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা খেলোয়াড় মনে করে এটা পেন্ডিং থেকেই গেলো।’ কয়েক ঘণ্টা পরই শুরু হবে মিরপুর টেস্ট। তার আগে সাকিবের না খেলতে পারা ও চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের ব্যাপার নিয়ে অস্থির বাংলাদেশের ক্রিকেট। ম্যাচ শুরুর আগে সাকিবের ইস্যু নিয়ে কথা বলে জটিল পরিস্থিতি তৈরি করতে চান না শান্ত, ‘কীভাবে দেখছি আসলে... যেটা বললাম, দুর্ভাগ্যজনক (সাকিবকে মিরপুরে বিদায় দিতে না পারা)। এটা হওয়া উচিত ছিল। আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে টেস্ট ম্যাচের আগের দিন কথা বাড়াতে চাই না।’ সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ার পর দলের সতীর্থরা সবাই ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। দাঁড়িয়েছিলেন সাকিবের পাশে। কিন্তু নিরাপত্তার অজুহাতে সাকিব যখন দেশে ফিরতে ব্যর্থ হলেন, তখন প্রত্যেক ক্রিকেটারের মুখেই কুলুপ। তারা মুখেও কিছু বলছেন না, আবার ফেসবুকেও কিছু লিখছেন না। শঙ্কার কারণেই কি ফেসবুকে নীরবতা, এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘এরকম কোনও কিছু না (ভয়ের কারণে ফেসবুকে পোস্ট দেননি কিনা)। আগামীকাল একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি এখানে উনি শেষ টেস্ট খেলতে পারলে খুব ভালো হতো। ফোকাসটা ওই জায়গায় আনা হয়েছে, যেন আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। যত কথা বলবো, এখন কোনও কিছু পাওয়ার সম্ভাবনা কম। আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যেরকম অবস্থা ফেসবুকে স্ট্যাটাস দিলেই সব সমাধান হয়ে যায়। আমিও ভাবছি প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেবো।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে শুধু সাকিব ইস্যু নিয়েই সরগরম নয়। সিরিজ শুরুর কয়েকদিন আগে হাথুরুসিংহেকেও বহিষ্কার করে বিসিবি। নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ফিল সিমন্সকে। একটি সিরিজ শুরুর আগে দলে অস্থিরতা বাড়াতে আর কিছু লাগে না। শান্ত স্বীকার করে নিলেন বর্তমান পরিস্থিতির কথা। যদিও সেদিকে না তাকিয়ে নিজেরা নিজেদের কাজে ফোকাস রাখতে চান, ‘কঠিন (মানসিক অবস্থা)। সত্যি করে বললে। তবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে চিন্তা করাটা সময় নষ্ট। যত বেশি সম্ভব খেলাতে ফোকাস করছি। কারণ খুব গুরুত্বপূর্ণ দুটি টেস্ট।’ সাকিব একাদশে থাকা মানে বাড়তি একজন বোলার কিংবা বাড়তি একজন ব্যাটারকে নিয়ে মাঠে নামার সুযোগ। কিন্তু তিনি না থাকায় কম্বিনেশন তৈরি করতে গিয়ে বহু হিসাব নিকাশ করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। শান্ত জানালেন সাকিবের অভাব পূরণ করতে কিছুটা সময় লাগবে, ‘এখনও সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে। অস্বীকার করার কিছু নেই। এই জায়গা ঠিক করতে কিছুদিন সময় লাগবে। যে খেলোয়াড়গুলো আছে, সবার এই সামর্থ্য আছে, যার যে জায়গা থেকে ভূমিকা পালন করবে।’