আয়নাঘরে চার দিন
ট্রাইব্যুনালে ড. জাহিদের অভিযোগ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গুম করে চার দিন আয়নাঘরে রেখে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আইনজীবী ড. জাহিদুল হক এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে জাহিদুল হক বলেন, আমি আইনে পিএইচডি করা একজন আইনজীবী। বাংলাদেশের সুশাসন, ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলি। বিশেষ করে দেশে এবং ইন্টারন্যাশনাল ফোরামে লেখালেখি করি। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ডিজিএফআই আমাকে দিয়াবাড়ী তুরাগ ঢাকা থেকে হাত ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমাকে অত্যন্ত নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং চোখ, হাত বেঁধে রাখে। মাথা থেকে গলা পর্যন্ত টুপির মতো একটি কাভার দিয়ে সমস্ত মুখমণ্ডল আটকে রাখে। অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর ডিজিএফআই সদস্য, আওয়ামী লীগ নেতা খসরু চৌধুরী, আইপিডিসি ফাইন্যান্সের এমদাদুল রশিদ, জুয়েল ভূঁইয়া, শাহিনুজ্জামান, শেখ ফারসাদ, মাজেদ হোসেন, মারুফ হোসেন, জহিরুল হক, এমএম মুশফিকুর রশিদ, শফিকুল ইসলাম গংরাসহ আমাকে ক্রসফায়ার দিয়ে মরদেহ গুম করে দেয়ার হুমকি দেয়। এসময় আমার মালিকানায় থাকা আশুলিয়ার একটি পাঁচ তলা বাড়ি আইপিডির কাছে মর্টগেজ দলিলে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয় এবং ব্লাঙ্ক নন জুডিশিয়াল খালি স্ট্যাম্পে ও আইপিডিসির লোগো প্রিন্টেড কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়।
তিনি আরো অভিযোগ করেন, ডিজিএফআই এবং অন্যান্য আসামির যোগসাজশ করে আমাকে ইচ্ছার বিরুদ্ধে হাত ও চোখ বাঁধা অবস্থায় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে গুম করে রাখে। আমার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর করা সব কাগজপত্র ও মর্টগেজ দলিল ব্যবহার করে আইপিডিসির সব আসামি যোগসাজশ করে খসরু চৌধুরীর ঢাকা ব্যাংকের ব্যাংক একাউন্টে এক কোটি বিশ লাখ টাকা ট্রান্সফার করে নিয়ে যায়। যার দায়ভার আমার ওপর চাপিয়ে দেয়। ডিজিএফআই বলে এটি আয়নাঘর, এখানে যে একবার আসে মৃত্যু ছাড়া বের হতে পারে না। আমি আমার জীবন বাঁচাতে তাদের কথামতো সব কাগজপত্রে স্বাক্ষর করি। পরবর্তী সময়ে ১৭ ফেব্রুয়ারি তারিখ আমাকে কাঞ্চন ব্রিজ নিকটবর্তী, পূর্বাচল আবাসিক এলাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আনুমানিক রাত ৮টার দিকে একটি গাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় রেখে যায়। কিছু সময় পার হওয়ার পর চোখের বাঁধন খুলে দুইয়েকজনকে দেখতে পেলে জিজ্ঞাসা করে জানতে পারি এটা কাঞ্চন ব্রিজ নিকটবর্তী, পূর্বাচল আবাসিক এলাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকা।