ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র এখনো থেমে নেই

খেলাফত মজলিসের আমির
ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র এখনো থেমে নেই

ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালালেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। সব ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।

খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল নগরীর রেজিস্ট্রি আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এসব কথা বলেন। সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের নায়েবে আমীর প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আবদুল হান?ান। প্রধান অতিথি আরো বলেন, এ জাতির অভ্যুদয়টাই ছিল বৈষম্য আর বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু ইতিহাসের বিভিন? বাঁকে জাতিকে বার বারই বৈষম্য ও বেইনসাফির প্রতিবাদ করতে রক্ত দিতে হয়েছে। প্রতিবারই এ জাতির বঞ্চনার ইতিহাস প্রলম্বিত হয়েছে। ধোঁকাবাজ নেতারা আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদের মনগড়া মতবাদ আর তন্ত্রমন্ত্রের ধোঁয়া তুলে শোষণ করেছে। তিনি বলেন, এখন সময় এসেছে, এদেশের মানুষের প্রকৃত শান্তি, মুক্তি ও প্রগতির বন্দোবস্ত করার। সব প্রকার বৈষম্য, ফ্যসিবাদ ও দুর্নীতি নির্মূল করার এখন মোক্ষম সুযোগ। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। আর এ জন্য একমাত্র পথ হলো খোলাফায়ে রাশিদীনের আদর্শের অনুকরণে রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানো। এ ছাড়া অন্য কোনো পথ ও পন্থায় এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অসম্ভব। বিগত ৫৩ বছরের ইতিহাস আমাদেরকে এ শিক্ষাই দেয়। সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, জেদ্দা মহানগর সভাপতি মাওলানা আবদুল মুকিত, রিয়াদ মহানগর সভাপতি মাওলানা আবুল হোসাইন, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত