ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ী আটক

রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে অস্ত্র বিক্রি করতে এসে মো. আলম (৩৪) নামের এক রোহিঙ্গা হাতেনাতে ধরা পড়েছে র‌্যাবের হাতে। গত শুক্রবার বিকালে র‌্যাবের একটি দল কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের তোতকখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, আটক রোহিঙ্গা অস্ত্র দেশি-বিদেশি অস্ত্র বেচাকেনায় জড়িত। তার বিরুদ্ধে সম্প্রতি টেকনাফের পাহাড়ে সক্রিয় অপহরণকারী চক্রের কাছে অস্ত্রের যোগান দেয়ার তথ্য পাওয়া গেছে। আটক মো. আলম টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পের ব্লক এইচের বাসিন্দা ওমর হাকিমের ছেলে। তারা ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের মুছুনি এলাকা ও এর পাশের হ্নীলা এলাকায় অপহরনকারীরা দেশি-বিদেশি অস্ত্র দিয়ে বিভিন্ন পেশার মানুষজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অপহরণ ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করছে। এসব ঘটনা যাচাই এবং অপহরণকারী ও তাদের অস্ত্রের উৎস ও যোগান দাতাদের শনাক্তকরণে র‌্যাবের একটি গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত