সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর তাড়া খেয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রেজাউল করিম (২৬) তিনি শেরপুরের নারায়ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নিহতের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া বিজিবি ক্যাম্পের কাছে দীগলবাঘ সীমান্ত এলাকার ১১৩৯/৯ এস পিলারের নিকট এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, রেজাউল করিম স্বল্পমূল্যে ওষুধ আনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। তাকে দেখতে পেয়ে বিএসএফ সদস্যরা ধাওয়া করলে, তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চোঙ্গা (সুরঙ্গ) দিয়ে ঢোকার সময় মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।