সংস্কার টেকসইয়ে রাজনৈতিক দলগুলোর আস্থা জরুরি

ইসলামী গণতান্ত্রিক পার্টি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সংলাপকে সফল ও সংস্কারকে টেকসই করতে হলে সরকারের জন্য রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের কোনো বিকল্প নেই। গতকাল বিকালে ময়মনসিংহ শহরের পাটগুদাম রোডে ইসলামী গণতান্ত্রিক পার্টির ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অতীতে বহুবার সরকার ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই এসব সংলাপ তেমন কাজে আসেনি, কারণ অতীতের সরকার তারা কি করবে তা চূড়ান্ত করে রেখে লোক দেখানোর জন্য আলোচনায় ডেকেছে। ফলে সেসব সংলাপ কার্যকর কোনো ফল বয়ে আনতে পারেনি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপকে অর্থবহ করে তুলতে সরকারকে তার অরাজনৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে হবে। সেইসাথে নিশ্চিত করতে হবে সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা। জনগণের মনে এমন কোনো সন্দেহ যেন দানা না বাধে যে, এই সরকারের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা শক্তির প্রতি দুর্বলতা রয়েছে। কে বড় দল কে ছোট দল সেই বিবেচনায় না গিয়ে সবাইকে আলোচনার সমান সুযোগ দিতে হবে এবং যৌক্তিক হলে ছোট দলের প্রস্তাবও গ্রহণ করার মানসিকতা দেখাতে হবে। এ সরকারকে মনে রাখতে হবে, দিন শেষে রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করবে। মাওলানা আনিসুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মুফতি আহসান উল্লাহ সালামী, অতিরিক্ত মহাসচিব মো. ওমর ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা মো. হুমায়ুন কবীর, যুব বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন আশিক। সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আনিসুর রহমান শেখকে আহ্বায়ক করে ইসলামী গণতান্ত্রিক পার্টির ময়মনসিংহ জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।