ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চালের বাজার লাগামহীন

চালের বাজার লাগামহীন

দেশের চালের বাজারে লাগামহীন দাম বৃদ্ধির নতুন চিত্র দেখা দিয়েছে, যদিও মোকাম ও গুদামে পর্যাপ্ত চাল মজুত রয়েছে। সম্প্রতি ধানের দাম বৃদ্ধির অজুহাতে ৫০ কেজির বস্তায় চালের দাম দেড়শ’ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এর আগের দুই মাসে বন্যা ও যানজটের কারণ দেখিয়ে দাম ৩০০ থেকে ৪০০ টাকা বাড়ানো হয়েছিল। বর্তমানে দেশে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই এবং ধান-চালের সংকটও নেই। দেশের বিভিন্ন মোকামে, বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, কুষ্টিয়া, পাবনা এবং বগুড়ায় চালের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু চট্টগ্রামের পাইকারি চাল বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে চালের দাম। মোটা সেদ্ধ চালের ৫০ কেজির বস্তা বর্তমানে ২ হাজার ৩৫০ টাকায়, মিনিকেট সেদ্ধ ২ হাজার ৯৫০ টাকা এবং স্বর্ণা সেদ্ধ ২ হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিরাশাইল এবং নাজিরশাইলের বস্তার দামও বেড়েছে ১০০ টাকা করে। পাহাড়তলীর মেসার্স আজমীর স্টোরের মালিক এস এম নিজাম উদ্দিন জানান, চট্টগ্রামে চালের সংকট রয়েছে, তাই উত্তরবঙ্গ থেকে আমদানি করতে হচ্ছে। এ কারণে দাম বাড়ছে। চালের দাম বাড়ানোর পেছনে মোকাম মালিক এবং মিল ব্যবসায়ীদের কারসাজি রয়েছে। করপোরেট হাউজগুলোও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল কিনে বাজারে প্রভাব ফেলছে। সেদ্ধ চালের বিক্রি কমে যাওয়ার কারণে আতপ চালের দাম বাড়ার হার একটু কম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত