ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উ. কোরিয়ার, নিশ্চুপ সিউল

ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উ. কোরিয়ার, নিশ্চুপ সিউল

উত্তর কোরিয়ার সীমানায় ড্রোন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ করেছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর পদক্ষেপের নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, এটি সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন। উত্তর কোরিরার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে গতকাল সোমবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসে অন্তত তিনবার তাদের রাজধানী শহরের ওপর দিয়ে ড্রোন উড়িয়েছে উত্তর কোরিয়া। ড্রোন থেকে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট বিলি করা হয়েছে। কেসিএনএ থেকে বিধ্বস্ত কিছু ড্রোনের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, এগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ড্রোন। উত্তর কোরিয়া কর্তৃপক্ষের দাবি, বিধ্বস্ত ড্রোনের ফ্লাইট কন্ট্রোল প্রোগ্রাম বিশ্লেষণ করে ২৩০টির বেশি ফ্লাইট প্ল্যান ও লগের তথ্য পেয়েছে তারা। ২০২৩ সালের জুন মাস থেকে ‘রাজনৈতিক অপপ্রচার’ চালাতে এই ড্রোন ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত