ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন নিহত

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন নিহত

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। তার নাম আসাদুজ্জামান (৩৮)। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোরে এক যাত্রী সাভার নিউ মার্কেট এর সামনে নামলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ এলাকার আবু বকর এর ছেলে বলে জানা গেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাহবুব জানান, নিহতের হাতে এবং রানে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। সাভারে তিনি কোথায় থাকেন এবং কি করেন তা বিস্তারিত পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে এবং একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত