ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত মহিউদ্দিন অস্ত্রসহ আটক

কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত মহিউদ্দিন অস্ত্রসহ আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন ৫টি রকেট ফ্লেয়ার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, বেশকিছুদিন ধরে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ডাকাত মহিউদ্দিন এর নেতৃত্বে একটি দুর্ধর্ষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। এ ছাড়াও মহিউদ্দিন ডাকাতের নামে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উল্লেখ্য এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে গতকাল মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন পূর্ব মাইজচরা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখ্য এলাকা হতে কুখ্যাত মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন কে ৫টি রকেট ফ্লেয়ার, ১৯টি দেশীয় অস্ত্র (রামদা ০৫টি, লোহার শাবল ২টি, দা ৪টি, চাপাতি ১টি, ছুরি ৬টি, চায়না করাত ১টি), হরিনের শিং ২টি এবং ৪টি মোবাইলসহ আটক করা হয়। তিনি আরো বলেন, আটককৃত ডাকাতকে জব্দকৃত সব আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত