ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উপকূলীয় এলাকার উন্নয়ন ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি

উপকূলীয় এলাকার উন্নয়ন ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি

জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফগলন ত্বরান্বিত হচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাওয়ায়, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া লবণাক্ততা বৃদ্ধি এ অঞ্চলের মানুষকে স্বাস্থ্যঝুঁকিতেও ফেলেছে। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লিডার্স আয়োজিত উন্নয়ন বঞ্চিত দক্ষিণ-পশ্চিম উপকূলের সংকট নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল এ কথা বলেন। এ সময় তিনি বলেন, নদীভরাট ও জলাবদ্ধতা আজ উপকূলের অন্যতম বড় সমস্যা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত