ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১০

কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জের তেঘরিয়া সাউথ টাউন হাউজিং প্রকল্পে ভেতর এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে গোালাগুলি, বোমা বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, এক পক্ষের নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা, অন্য পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশ্রাফ আহমেদ মানিক। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সাউথ টাউন হাউজিং প্রকল্পের ভেতর প্রাকৃতিক ভাবে গড়ে উঠা বিভিন্ন ছন, কাশফুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছে সেটা জানা নেই। তিনি বলেন, আমরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

স্থানীয়রা জানান, মুলত সাউথ টাউন হাউজিং প্রকল্পের বালু ভরাট, বাড়ি নির্মাণসহ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট বিগত সরকারের পরিবর্তনের পর দুই পক্ষই এলাকার হাট বাজার, হাউজিং কোম্পানি, ড্রেজিং ব্যবসাসহ সবকিছুতেই নাক গলাচ্ছে। এসব বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশ্রাফ আহমেদ মানিক বলেন, সাউথ টাউন পড়েছে আমার এলাকায়, সেখানে ঢুকে তারা গাছপালা কেটে নিবে এটা হতে পারে না। এ বিষয়ে তাদের আমার সাউথ টাউনের অফিসে ডাকলে তারা কয়েকশ লোক নিয়ে আমার অফিস ভাঙচুর করে। আমাকে হত্যার উদ্দেশ্য তার কয়েক রাউন্ড গুলে ছোড়ে। অফিসের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে। জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের স্থানীয় এক নেতা জানান, প্রথমে পাভেল মোল্লার পক্ষকে সাউথ টাউনের অফিসে ডাকেন মানিক। আগত লোকজনকে সেখানে মারধর করা হয়। পরে পাভেল মোল্লা কয়েকশ লোক নিয়ে মানিক পক্ষের উপর হামলা করতে যায়। মানিকও এলাকাবাসীসহ কয়েকশ স্বসস্র লোক নিয়ে তার জবাব দেয়। এ সময় দুই পক্ষের অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত