ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় সবজি খেতে মিললো লাশ

চকরিয়ায় সবজি খেতে মিললো লাশ

কক্সবাজারের চকরিয়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। গতকাল বুধবার দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছির আরাফাত। পুলিশ বলছে, হত্যার পর লাশটি বিলের সবজি খেতে ফেলা হয়েছে। এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তিকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, গতকাল বুধবার সকাল ৯টার দিকে সবজি খেতে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির গায়ে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল হকের নেতৃত্বে একদল পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এসআই ইমরুল বলেন, ‘লোকটিকে হয়তো এক দিন আগে হত্যা করা হয়েছে। তার চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতে বৈদ্যুতিক শকের চিহ্নও রয়েছে। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছির আরাফাত বলেন, নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেয়া হয়। সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত