ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে

ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও রোহিঙ্গাদের প্রচেষ্টায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ২৬ সি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম। তিনি জানান, বিকেলে হঠাৎ করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প ২৬ এর সি ব্লকে আগুনের সূত্রপাত হয়। পরে রোহিঙ্গা ও ফায়ার সার্ভিস সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। বদরুল ইসলাম আরো জানান, আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে তিনি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত