ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনাসহ সব খুনিদের বিচারের মুখোমুখি করা হবে

জামায়াতে ইসলামী
শেখ হাসিনাসহ সব খুনিদের বিচারের মুখোমুখি করা হবে

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার ফ্যাসিবাদ খুনি সরকার শেখ হাসিনাসহ অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। জামায়াত-শিবির নেতাকর্মীদের নির্মূল করার জন্য হামলা-মামলা জেল-জুলুম নির্যাতন গুম-খুন অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধ কর্মকাণ্ড চালানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবি ও শহীদদের স্মরণে বিশাল প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। দেশের ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠানো হয়েছে এবং দেশের জনগণ আজ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষণা করছে। আওয়ামী লীগের সব খুনি, অপরাধী, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারীদের বিচার করতে হবে। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, নায়েবে আমীর মাওলানা আব্দুস ছালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত