ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সেনা শাসন ডেকে আনবেন না

বিএনপির তৃণমূল নেতাদের উদ্দেশে ভিপি নুর
সেনা শাসন ডেকে আনবেন না

বিএনপি তৃণমূল নেতাকর্মীকে হুঁশিয়ারি দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বশীলতার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু তৃণমূলের কিছু নেতাকর্মীরা অতিউৎসাহিত হয়ে আন্দোলন-সংগ্রামের যারা ছিলেন তাদের সঙ্গেও ঝামেলার সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেনা শাসন ডেকে আনবেন না। কোথাকার আগুন কোথায় যায় কোন ঘটনায় কি হয়-সেটি কিন্তু বলা যায় না।’ তিনি বলেন, ‘কোনও কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিরোধী দলের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলছে ও হামলা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। এত বড় দল কিন্তু টিকতে পারেনি। শেখ হাসিনা জুতা পরার সময় কিন্তু পায়নি। বাড়াবাড়ি বন্ধ করুন।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক গণসমাবেশে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘কোনও কোনও রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। পুরোনোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণ করে নতুন নেতৃত্ব তৈরি করতে চাই। নতুনদের রাজনীতিতে আগমনের কোনও বিকল্প নেই। আগামীতে প্রত্যেকটি আসনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত