বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৩০
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
বিএনপির ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে নওগাঁর সাপাহারে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন কর্মী সমর্থক আহত হয়েছে। তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছে। উপজেলা সদরের জিরোপয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে- জেলা কমিটির নির্দেশে সাপাহার উপজেলার গোয়ালা ও শিরন্টি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠনের জন্য গতকার শুক্রবার সকাল ১০টায় সাপাহার থানা বিএনপির কার্যালয়ে থানা বিএনপির রফিকুল ইসলাম চৌধুরী বেনু ও মোকলেসুর রহমান মুকুল দু’গ্রুপের নেতাকর্মীদের নিয়ে এক বৈঠক বসে। বৈঠকে উক্ত দু’টি ইউনিয়ন কমিটি ইলেকশন না সিলেকশনে গঠিত হবে এ নিয়ে দু’গ্রুপের মধ্যে সুষ্ঠু সমাধান না হওয়ায় দুপুর ১২টার দিকে বৈঠক স্থগিত করে নেতাকর্মীগণ দলীয় কার্যালয় ত্যাগ করে। রাস্তায় দু’গ্রুপের কর্মী সমর্থকদে মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে জিরো পয়েন্ট এলাকায় এক সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এ সময় উভয়ের লাঠির আঘাতে দু’পক্ষের শায়েদ, মোস্তাফিজুর রহমান বাদল, মাসুদ, মনসুর সহ কমপক্ষে ২৫-৩০ জন নেতাকর্মী গুরুত্বর আহত হয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।